মুন কম্পিউটার একাডেমীতে কম্পিউটার কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তি চলছে। আসন সংখ্যা সীমিত। যোগাযোগের ঠিকানাঃ মোঃ মনজুর আলম, প্রভাষক, সাঁথিয়া ডিগ্রী কলেজ,সাঁথিয়া, পাবনা। মোবাইল নং ০১৭১৪৫০৪৮২৭, ই-মেইলঃ monjur473@gmail.com

Computer Training Center

মুন কম্পিউটার একাডেমীতে কম্পিউটার কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তি চলছে। আসন সংখ্যা সীমিত। যোগাযোগের ঠিকানাঃ মোঃ মনজুর আলম, প্রভাষক, সাঁথিয়া ডিগ্রী কলেজ,সাঁথিয়া, পাবনা। মোবাইল নং ০১৭১৪৫০৪৮২৭, ই-মেইলঃ monjur473@gmail.com
#Pabna distric map #Students #child-Jannati #Banner #Computer-Trianing img #Computer Training img #Moon-Himel #htmlcaption1 Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

Online_Incom



ইন্টারনেটে অর্থ উপার্জনের সেরা ৫টি পদ্ধতি

Earn From Home | 11:00 PM |
ইন্টারনেটে অর্থ উপার্জনের অনেক পদ্ধতি রয়েছেঅনেকেই দ্বিধায় পড়েন, কোনটি করবেন এবং কোনটি করবেন না এই নিয়েতাছাড়া বাংলাদেশের জন্য স্থানীয় কিছু সমস্যা তো রয়েছেইইন্টারনেট ব্যবহার করে অর্থ উপার্জনের সুবিধা-অসুবিধা অনুযায়ী ৫টি পদ্ধতি নিয়ে নিচে আলোচনা করছি


১. গুগল এডসেন্স(www.google.com/adsense)
গুগল এডসেন্স ইন্টারনেটে অর্থ উপার্জনের সবচেয়ে সেরা উপায় মাসে কয়েক হাজার ডলার আয় করা যায় প্রোগ্রামিং বা এইধরনের কোন ক্ষেত্রে বিশেষ দক্ষতা না থেকেওএমনকি গুগলের ব্লগার ব্যবহার করে কোনরকম খরচ ছাড়াইআপনার প্রয়োজন শুধু সময় ব্যয় করা এবং চারিদিকে দৃষ্টি রেখে নিজের ওয়েবসাইটে ভিজিটর আনার ব্যবস্থা করাসবচেয়ে ভাল ফল পাওয়ার জন্য আপনার প্রয়োজন এমন একটি ওয়েবসাইট যেখানে প্রচুর ভিজিটর ভিজিট করবেনএধরনের ওয়েবসাইট তৈরী এবং ভিজিটর পেতে কয়েক মাস এমনকি কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারেপ্রতিদিন কমপক্ষে ১ হাজার ভিজিটর না পেলে খুব বেশি আয়ের সম্ভাবনা কমগুগল এডসেন্স এর মত চিতিকা (www.chitika.com) নামে আরেকটি ব্যবস্থা রয়েছে ব্যবহারের পদ্ধতি এডসেন্স এর মতই
২. এফিলিয়েটেড মার্কেটিং
এফিলিটেড মার্কেটিং এর ক্ষেত্রে সীমা হচ্ছে আকাশআপনি যত চেষ্টা করবেন তত বেশি আয় করবেনআপনার কাজ হচ্ছে ইন্টারনেটে যারা কিছু বিক্রি করে (পন্য বা সেবা) তাদের হয়ে প্রচার করাএ কাজের জন্য নিজের ওয়েবসাইট থাকলে সুবিধে বেশি, না থাকলেও সমস্যা নেই অন্যভাবে করা যায়কোন কোন কোম্পানী টাকা দেয় তাদের সাইটে ভিজিটর পাঠালেই আবার কোন কোন কোম্পানী দেয় কোন
ভিজিটর কিছু কিনলে৭৫% পর্যন্ত কমিশন দেয়ার মত কোম্পানীও রয়েছেআমাজন, ই-বে এফিলিয়েটেড মার্কেটিং কাজের জন্য অন্যতমআমি আগেই বলেছি এফিলিয়েটেড মার্কেটিং এর জন্য নিজস্ব ওয়েবসাইট থাকলে বেশি সুবিধে পাবেনশুধুমাত্র এই কাজের জন্যই বিনামুল্যে ওয়েবসাইট তৈরী ও সেখানে বিভিন্ন পন্য যোগ করার ব্যবস্থা রয়েছেযদিও এই ব্যবস্থায় আয় বেশি তারপরও এডসেন্সর এর পর ২য় অবস্থানে থাকার কারন হল একাজে বুদ্ধিমত্তা, মার্কেটিং এর দক্ষতা এবং পরিশ্রম অনেক বেশি
৩. ফ্রিল্যান্সিং
আপনি ওয়েবসাইট তৈরী কিংবা মার্কেটিং এর ঝামেলায় যদি যেতে না চান, অথচ কম্পিউটারের কোন কাজে দক্ষসেটা ফটোশপ ব্যবহার করে হোক অথবা গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, প্রোগ্রামিং থেকে ডাটা এন্ট্রি, ভিডিও এডিটিং কিংবা এনিমেশন যে কোন কিছুই হতে পারেতাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং উপযুক্তকাজ দেয়ার ক্ষেত্রে অনেকগুলি প্রতিস্ঠান রয়েছে মধ্যস্থতা করার জন্য সেখানে নিজের নাম তালিকাভুক্ত করবেন (কোন খরচ নেই), তাদের কাজের তালিকা দেখে এপ্লাই করবেন, কাজ পাওয়ার পর কাজ করে জমা দিবেনআপনার একাউন্টে সেই কাজের পারিশ্রমিক জমা হবেঘন্টাপ্রতি নির্দিষ্ট কাজ অনুযায়ী অথবা এককালীন চুক্তি অনুযায়ী ফ্রিলান্সিং কাজে পেমেন্ট দেয়া হয়কাজের জটিলতা অনুযায়ী আয় কয়েক ডলার থেকে কয়েক হাজার ডলার পর্যন্তও হতে পারে এই চুক্তিমধ্যস্থতাকারী থাকে বলে টাকা হাতছাড়া হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে
www.freelancer.com , www.odesk.com ইত্যাদি এধরনের কাজে অন্যতম প্রতিস্ঠান
৪. নিজে বিক্রি করা
লাভ বেশি থাকার পরও একে ৪ নম্বরে রাখতে হচ্ছে কারন নিজে বিক্রি করলে লাভ বেশি, সেইসাথে পরিশ্রমও বেশিআপনি কিছু পন্য ঠিক করবেন এরপর ওয়েবসাইটে রেখে দেবেনযিনি কিনতে চান তিনি সেখানে ক্লিক করে কিনবেন এবং আপনি সেটা তারকাছে পাঠিয়ে দেবেনফটোগ্রাফ, ই-বুক, সফটঅয়্যার এর মত পন্য সরাসরি ইমেইল করে পাঠাতে পারেন কিংবা ডাউনলোডের ব্যবস্থা রাখতে পারেনছাপা বই বা বহনযোগ্য অন্য পন্য হলে পার্সেল করে পাঠাতে হবেবিশ্বের অনেক দেশের মানুষই কেনাকাটা করে অনলাইনেকাজেই এই মুহুর্তে বাংলাদেশের মত দেশে বিষয়টি চালু না থাকলেও একসময় হবে ইনশাআল্লা



৫. অনলাইন বিজ্ঞাপন
জনপ্রিয় ওয়েবসাইটে এডসেন্স এর মত বিজ্ঞাপন রাখতে হবে এমন কোন কথা নেই, ছাপানো পত্রিকায় যেমন বিজ্ঞাপন দেয়া হয় সেভাবে আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রচার করে অর্থ উপার্জন করা সম্ভবআমেরিকায় ছাপানো বিজ্ঞাপনের আয়কে ছাড়িয়ে গেছে অনলাইন বিজ্ঞাপনপত্রিকার মত সাইটের জন্য এই ব্যবস্থা সুবিধেজনকএকাজে সমস্যা হচ্ছে ব্যক্তিগতভাবে করা যায় না, প্রতিস্ঠান
হিসেবে কাজ করতে হয়তবে সেটা সংবাদপত্র হতে হবে এমন কথা নেইমানুষের আগ্রহ রয়েছে এমন বিষয় নিয়ে ওয়েবসাইট হতে পারেযেমন বিভিন্ন পণ্যের পরিচিতি এবং দাম নিয়ে যেমন মানুষের আগ্রহ সেই বিষয় নিয়েই অনেকগুলি বিশ্বখ্যাত ওয়েবসাইট রয়েছেচাকরী বা অন্য তথ্য নিয়ে সাইটও লক্ষ লক্ষ
ভিজিটর পেতে পারেআপনারা এই সাইটের উপরে দেওয়া ওয়েব এড্রেসগুলিতে ঢুকে ধারনা পেতে পারেন
You might also like:



আপনাদের কাজের সুবিধার্থে আমি কিছৃ ফ্রিল্যান্সিং সাইটের লিংক শেয়ার করলাম
Freelancer
Odesk
Guru
Popular Hours
99Design
Mturk
Vworker
Elance
Rent a Coder
মাইক্রোজব সাইটের লিস্ট:
Fiverr
Seomarts
Zeerk
Fiftytwon










নতুনদের জন্য ইল্যান্স টিপস!

আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং শব্দ দুটি আমরা একই জিনিস বুঝলেও, অর্থ এবং  কার্যগত পার্থক্য রয়েছেআউটসোর্সিং (Outsourcing) মানে নিজের কাজ কোন একটা মাধ্যমে অন্যকে দিয়ে করিয়ে নেয়াআর ফ্রিল্যান্সিং (Freelancing) বলতে, মুক্ত বা স্বাধীনভাবে কাজ করা বোঝায়অনলাইনে ফ্রিল্যান্সিং বিষয়টি হচ্ছে, ইন্টারনেটের মাধ্যমে আপনি অন্যের কাজ করে দিবেন এবং কাজের বিনিময়ে নির্দিষ্ট অর্থ পাবেনঅনলাইনে কাজ করার জন্য অনেকগুলো মাধ্যম রয়েছে এবং ইল্যান্স ডটকম (www.Elance.com) এর মধ্যে অন্যতমএরকমই একটি প্লাটফর্মে নতুনরা কিভাবে ভাল কাজ করতে পারে এবং নিজেকে আপডেটেড রাখতে পারে এবার সে সংক্রান্ত কিছু টিপস শেয়ার করবো

ভাল কাজ করার মনস্থির করা
ধরুন, আপনি কয়েকদিন আগেই একজন নতুন বায়াদের সাথে কাজ শুরু করলেননতুন হিসেবে তিনি কেমন কাজের কোয়ালিটি আশা করেন আপনার থেকে টা আপনি বুঝতে পারবেন না কিন্তু আপনার নিজের থেকেই বিবেচনা করতে হবে আসলেই আপনি ক্লায়েন্টের মন মত কাজ দিতে পারছেন কিনাব্যাপারটা নজরে নিয়ে আসতে চেষ্টা করুনকাজের শুরুতে ক্লায়েন্টের সাথে যেভাবে শুরু করলেন সেই সময় থেকে ঠিক একমাস পরের কাজের সাথে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন কম্পেয়ার করুনতাকে জিজ্ঞাসা করুন তার মন মত কাজ হচ্ছে কিনাযদি পজিটিভ রেসপন্স পেয়ে যান তবে একই ধারা কাজে অব্যাহত রাখুনআর যদি, নেগেটিভ কিছু পেয়েও যান তবে ধৈর্য হারা হয়ে পড়বেন নাকারণ, যারা ধৈর্য নিয়ে কাজ করে নিজের কোয়ালিটি বাড়াতে পেরেছেন,তারাই সফল

ভুলগুলো চিহ্নিত করা
ধরুন আপনার কাজ দেখে ক্লায়েন্ট নেগেটিভ রেসপন্স করেছেনতাহলে কি করবেন? ক্লায়েন্ট ছেড়ে দিবেন? কারণ তিনি আপনার কাজের খুঁত ধরছেন? কখনই না! আপনি তখনই সফল হবেন, যখন সবার চাহিদা অনুযায়ী কাজ সার্ভ করতে পারবেনক্লায়েন্ট আপনার কাজকে নেগেটিভলি ট্রিট করলে আপনি কখনই হতাশ হবেন না বরং ক্লায়েন্টকে হাসি মুখে জিজ্ঞাসা করুণ, আপনার কোথায় কোথায় ভুল হয়েছে, ঠিক কিভাবে কোন কাজটি হলে ভাল হয় ইত্যাদিএকটি বিষয় সবসময় খেয়াল রাখতে হবে, ক্লায়েন্ট থেকে কাজ সম্পর্কে যত বেশি ক্লিয়ার হবেন তত বেশি ইফিসিয়েন্টলি কাজ করতে পারবেনআরও জানতে এই http://www.inc.com/articles/2000/04/18505.html আর্টিকেলটি পড়ুন

প্রশিক্ষণে অংশগ্রহণ
অনেক সময় দেখা যায় কোন বিষয়ে ভাল জানা না থাকার কারণে কাজে ভাল পারফর্ম করতে পারছেন নাএটা স্বাভাবিক ভাবেই হতে পারে যখন আপনি একটি বিষয় নিয়ে ভাল মত না যেনে শুনে কাজ নামবেনতাই বলে কাজ ভাল মত করতে না পারার কারণে মাঝে পথে কাজ ছেড়ে দিবেন? কখনই না! কাজ ভাল মত সার্ভ করার জন্যই, আপনার কাজের কোয়ালিটিকে বাড়ানোর জন্য আপনাকে কাজ শিখতে হবেএভাবে আপনাকে আপনার কাজের দক্ষতার পাশাপাশি

কোয়ালিটি বাড়ানোর ম্যাটেরিয়ালস সংগ্রহ করতে হবে কাজের ফাঁকে ফাঁকে সব সময় কাজ শিখার বা আপনার জানা বিষয়টি নিয়ে নেটে রিসার্চ করার অভ্যাস থাকতে হবেকারণফ্রিল্যান্সিং জগতের প্রতিটি সেক্টর প্রতিনিয়তই আপডেট হয়েই চলছে শুরুর থেকেতাই নিজেকে আপ-টু-ডেট রাখতে প্রশিক্ষণের বিকল্প নেই

চোখ রাখুন ক্রিয়েটিভ এবং কোয়ালিটি কাজের ওপর
আপনার কাজের ক্রিয়েটিভিটি এবং কোয়ালিটি নেই তাই বলে বসে থাকলে চলবে নাঅন্যদের কাজ দেখুন, তারা কিভাবে কাজ করে সেগুলোর রিসোর্স দেখুননেটে এমন অনেক কোয়ালিটি কাজের সাইট আছে যেখানে থেকে কাজের আইডিয়া পাবেনএকটি না হোক কয়েকটি কাজকে একত্রে করে কাজটি কোয়ালিটি সম্পন্ন করতে পারবেনকিছু কোয়ালিটি কাজের সাইট,যেমন: গ্রাফিক্স ডিজাইনের জন্য http://graphicriver.net ওয়েবসাইট টেম্পলেট ডিজাইনের জন্য: http://themeforest.net থ্রিডি ডিজাইনের জন্য: http://3docean.net দেখতে পারেন

ক্রিয়েটিভ এবং ভাল কমিউনিটির সাথে যুক্ত হওয়া
ধরুন, আপনি যে টিম বা অফিসে জব করেন সেখানে বেশির ভাগই বা সবাই পুরাতন স্টাইলে কাজ করেনকিন্তু আপনি যে ধরণের কাজ করেন বা করে যাচ্ছেন তার জন্য আপনাকে ভালো গাইডলাইন দিবার মত কেউ নাইপ্রবলেমটি যেহেতু আপনার তাই আপনাকেই এর সমাধান টানতে হবেচলে আসুন ব্লগ, ফোরাম বা ফেসবুকের মত সোশ্যাল মিডিয়ায় আপনার চাহিদা মত অনেক টিম বা অনেক ইন্ডিভিজুয়াল আছেন যাদের থেকে আপনি আপনার কাজের কোয়ালিটি ইম্প্রুভের কৌশল বের করে নিতে পারবেন

নিজের অবস্থানকে শক্তভাবে প্রকাশ করুন
যেকোনো কাজেই নিজের অবস্থানকে শক্ত করতে না পারলে কখনই ভাল ফলাফল আশা করা যায় না আর সেটি ফ্রিল্যান্সিং জগতের ক্ষেত্রে অনেক বেশি বাস্তবিকনিজের অবস্থানকে ক্লায়েন্টের নিকট মজবুত করে তোলা অনেক সময় সাপেক্ষ অনেকের কাছেই তবে কিছু কিছু ব্যাপার ফলো করলে আপনি খুব সহজেই আপনার অবস্থানকে ক্লায়েন্টের নিকট মজবুত করে ফেলতে পারবেনযেমন:ক্লায়েন্টের কথায় প্রাধান্য দিন
 

Comments

September 15, 2013 - 12:02pm
অনেক useful Article নতুনদের জন্য অনেক Important tips আছে
September 16, 2013 - 2:50am
আমি ইংরেজিতে বেশ কাঁচাএজন্য সাহস পাচ্ছি নাকি করবো বুঝতে পারছি না গ্রাফিক ডিজাইনের কাজ করি দীর্ঘদিন যাবতআমার পোর্টফলিও দেখলে কাজ সম্পর্কে ধারণা পাবেন
October 12, 2013 - 3:17am
আমার কাছে মনে হয়, সবার আগে দরকার ভাল কাজের উপর দক্ষতাআমাদের দেশের লোকজনের ধারনা অনলাইন মানেই শুধু টাকা আর টাকাইল্যান্স এ প্রোফাইল খোলার আগে ভাল করে ভেবে নীন, আপনি যে ক্যাটাগরিতে প্রোফাইল ওপেন করছেন ঐ খানে আপনর দক্ষতা কত টুকুআপানার স্কিল থাকলে কাজের অভাব নাই। :-)
December 3, 2013 - 1:55am
I’m totally new in this field. How can I collect money? I want to know about paypal or any other payment system which help me to collect money easily.
Please help me, if you can.
shamim010389@gmail.com
Best Regards
musis

December 3, 2013 - 1:56am
shamim010389@gmail.com

Elance Bangladesh Blog Boilerplate

ইল্যান্স (www.elance.com) হল বিশ্বের প্রথম সারির একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, যা অন্যান্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোর অগ্রদূত হিসেবে পরিচিতইল্যান্সে রয়েছে প্রায় ৫,০০,০০০ ক্লায়েন্ট এবং ১৭০ টি দেশের প্রায় ২০ লাখ ফ্রিল্যান্সারইল্যান্সে প্রতি বছর গড়ে প্রায় ১০ লাখ জব পোষ্ট হয়, এবং প্রতি জবে গড়ে প্রায় ১০ জন করে আবেদন করেনশুরু থেকে নিয়ে এই পর্যন্ত ইল্যান্সের ফ্রিল্যান্সাররা সব মিলিয়ে আয় করেছেন প্রায় ৭২০ মিলিয়ন ডলার, যা যেকোনো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের জন্য একটি রেকর্ড

ইল্যান্সের প্রধান কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে এবং দ্বিতীয় প্রধান কার্যালয় নরওয়েতে অবস্থিতএকজন ফুল-টাইম কান্ট্রি ম্যানেজার নিয়োগ দেয়ার মধ্য দিয়ে ইল্যান্স গত ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করে

Elance Bangladesh Resources

Contact the Editor

কেউযদিনিজেরকোনলেখাপাঠাতেচান ৫০০-১০০০শব্দেরমধ্যেফ্রিল্যান্সিংসম্পর্কিতযেকোনোলেখাপাঠিয়েদিনএইঠিকানায়: Elance Bangladesh Editor






















ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে প্রথম কাজটি পাবার সূত্র

Ads by Techtunes - tAds
The Largest Eshop in Bangladesh - BD Online Store or Shop
প্রায়ই নতুন ফ্রিল্যান্সারদের মাঝে একটা ভুল ধারণা কাজ করে, মনে করেন রিভিউ না থাকলে পাওয়া যায় না অথবা কাজ পেতে অনেক কষ্ট হবেধারণাটা আংশিক ঠিক হলেও পুরোপুরি সত্য নয়
মার্কেটপ্লেসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারের দিকে মনযোগ রাখতে হয় (বেশি না) যার কারনে আপনি খুব আয়েশ করে কাজ পেতে পারেন কিংবা উলটপালট হলে আপনার একাউন্ট suspend ও হতে পারে
তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কভার লেটার
পাশাপাশি গুরুত্তপূর্ণ কাজ পাবার ক্ষেত্রে ৫০% নির্ভর করে আপনি প্রোফাইলটা কিভাবে, কেমন করে সাজিয়েছেন (Including skill tests & portfolio) আর বাকি ৫০% নির্ভর করে কভার লেটার এর উপর
আর কভার লেটার এবং প্রোফাইল এই দুইটার ভেতর ক্লায়েন্ট প্রথম দেখবে আপনার কভার লেটারএটা পড়ে ভালো লাগলে সে আপনার প্রোফাইল ভিজিট করবেতাই বলা যায়, কাজ পাবার জন্য মোটামুটি গোছান একটা প্রোফাইল আর সাথে সেইমাপের একটা কভার লেটারই যথেষ্টতবে লেটার এ এমন কিছু থাকতে হবে যেটা হবে সবার থেকে একটু ভিন্ন
সাধারণত কভার লেটার এ নিজের গুণগান গেয়ে ক্লায়েন্টের মাথা খারাপ করে ফেলেন এমন অনেকেই আছেন, সেটা না করাই ভালআপনার কাজ হল, প্রোজেক্টটা ভালভাবে পড়বেন এবং প্রোজেক্ট অনুসারে লেটারটা তৈরি করবেন
এটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিলে বুঝতে সুবিধা হবে
1. প্রথমেই, একটি অভিবাদন (Hello- যা লিঙ্গ নিরপেক্ষ) দিয়ে শুরু করতে পারেন অথবা বলতে পারেন, "Dear Hiring Manager”, বা ক্লায়েন্টের নাম ব্যবহার করতে পারেন যদি নাম জানা থাকেযেমনঃ "Hi Rafayel", "Dear John".
কভার লেটার এর প্রথম বাক্য বা সেন্টেন্স Heavy জোরদার করুনপ্রার্থী দের তালিকা স্ক্যান করবে সে প্রথম বাক্যটা দেখেইতো এতে আপনার সারাংশ থাকতে হবে সাধারণত প্রথম ৮ সেকেন্ডেই সে ঠিক করে ফেলে বাকিটা পড়বে না বাদ দিবে
2. দ্বিতীয়ত ক্লায়েন্ট কি চাচ্ছে সেইটা বুঝার চেষ্টা করুন, তারপর ভেবে দেখুন প্রোজেক্টটা পরে আপনি কি বুঝলেন এবং সিদ্ধান্ত নিন কি করতে হবে বা কাজটি আপনি পারবেন কিনানিজের ভাষায় সেটা উপস্থাপন করুন
2. এরপর আপনি কাজটা কিভাবে সম্পন্ন করবেন সেইটা সংক্ষেপে বর্ণনা করবেনএরপর এই প্রোজেক্ট সম্পর্কিত আপনার যে পূর্বঅভিজ্ঞতা আছে সেটা উল্লেখ করবেন, পোর্টফোলিও সাইট থাকলে সেটার লিঙ্কও এখানে দিতে পারেন(যদি থাকে)
3. এরপর কাজটা করতে আপনার কতসময় লাগবে এবং এর জন্য আপনাকে কত পেমেন্ট দিতে হবে সেটা পরিষ্কারভাবে উল্লেখ করবেন
4. আপনি যে বায়ারের রিপ্লাই এর জন্য অপেক্ষা করছেন সেটা বলবেন
5. শেষে থ্যাঙ্কস দিয়ে নিজের নাম দিবেন
সতর্কবাণীঃ
কভার লেটারে ভুলেও আপনার ইমেইল আইডি, চ্যাট আইডি বা ফোন নম্বর দিবেন না, এটা মার্কেটপ্লেস এর নীতি লঙ্ঘনযোগাযোগের জন্য যখন ক্লায়েন্ট আপনাকে ইন্টারভিউ এ call/Invite করবে তখনই তথ্য দিতে পারবেন
একটি কভার লেটার নির্দিষ্ট কাজ এর জন্য একবার ব্যবহার করুন, বারবার একই কভার লেটার ব্যবহার থেকে বিরত থাকুনএটাও মার্কেটপ্লেসের নীতি লঙ্ঘন, ধরে নেয়া হবে আপনি স্প্যাম করছেনআপনি এর জন্য warning পেতে পারেন এবং account suspend হতে পারেপ্রতিটি কাজের জন্য কভার লেটার হতে হবে ইউনিক, কাস্টমাইজড
সবশেষে একটা কথা মনে রাখবেন, কাজ ভিক্ষা চাইবেন না
মনে রাখবেন, কাজের অভাব নেইআপনি বাঙ্গালি, পুরো বাংলাদেশের একজন প্রতিনিধি কাজ দিয়ে প্রমান করেন : আপনি কে”, এরপর ক্লায়েন্টই আপনাকে খুজে বেড়াবে
ফ্রিল্যান্সিং বিষয়ক এমন আরো টিপস পেতে ঘুরে আসুন ডেভসটিম ইন্সটিটিউট ফেসবুক পেজে
আবারো হাজির হলাম আপনাদের জন্য একটি তালিকা নিয়েকিসের তালিকা? শিরোনাম দেখে তো বুঝেই নিয়েছেনহ্যাঁ, আপনাদের জন্য শেয়ার করব মজিলা ফায়ারফক্সের কিবোর্ড শর্টকাট Key তালিকা এগুলো ব্যবহার করে আপনি মজিলা ফায়ারফক্সে সহজেই দ্রুত বিভিন্ন কমান্ড দিতে পারবেন
Command
Shortcut Key
Back
Alt + Left Arrow or Backspace
Forward
Alt + Right Arrow
Home
Alt + Home
Open File
Ctrl + O
Reload
F5  orCtrl + R
Reload (Override cache)
Ctrl + F5  orCtrl + Shift + R
Stop
Esc
Go to Top of Page
Home
Print
Ctrl + P
Save Page As
Ctrl + S
Zoom In
Ctrl + +
Zoom Out
Ctrl + -
Reset Zoom
Ctrl + 0
Copy
Ctrl + C
Cut
Ctrl + X
Delete
Del
Paste
Ctrl + V
Find
Ctrl + F
Select All
Ctrl + A
Undo
Ctrl + Z
Redo
Ctrl + Y
Close Tab
Ctrl + WCtrl + F4
Close Window
Ctrl + Shift + WAlt + F4
New Tab
Ctrl + T
New Window
Ctrl + N
Next Tab
Ctrl + Tab orCtrl + Page Down
Open Address in New Tab
Alt + Enter
To see  Recent visited page(History)
Ctrl+Shift+W
Clear Recent History
CTRL+SHIFT+DEL
Bookmark This Page
Ctrl + D
Add-ons
Ctrl + Shift + A
View Page Source
Ctrl + U
Complete .com Address
Ctrl + Enter
Complete .net Address
Shift + Enter
Complete .org Address
Ctrl + Shift + Enter
Play / Pause
Space bar
Decrease volume
Down Arrow
Increase volume
Up Arrow
Mute audio
Ctrl + Down Arrow
Unmute audio
Ctrl + Up Arrow
Seek back 15 seconds
Left Arrow
Seek back 10 %
Ctrl + Left Arrow
Seek forward 15 seconds
Right Arrow
Seek forward 10 %
Ctrl + Right Arrow
Seek to the beginning
Home
Seek to the end
End
ভালো লাগলে শেয়ার করবেনআমার সাথেই থাকবেন। - ব্লগার মারুফ






ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে কাজ পাওয়ার সহজ উপায়

Posted by আমি কেউ নই on December 9th, 2013 in আউটসোর্সিং
FREELANCER1-1024x1010





আসসালামু আলাইকুম, প্রযুক্তির আলো ব্লগে এটা আমার প্রথম লেখাভুল গুলো তাই ক্ষমা করে দিয়েনফ্রিলেন্সিং পেশার সাথে আছি ২০০৪ সাল থেকেএখনো শেখার মধ্যে আছিকাউকে কাউকে হয়ত শেখাচ্ছি তবে নিজে এখনো সেভাবে শিখতে পারি নিআমার চেয়েও সিনিয়র ব্লগার ও ফ্রিলেন্সার এখানে থাকা স্বাভাবিক তাই আরটিকোলটি লেখার আগে আমার সিনিয়র ব্লগারদের বলব, প্লিজ আমার লেখার মধ্যে কোন অসাঞ্জস্যতা থাকলে তা ধরিয়ে দিবেন


একজন আনাড়ি হিসেবে আজ নতুনদের কিছু ট্রিপস দেবো যেন ফ্রিলেন্স কাজ পেতে সহজ হয়-


১)  আমরা কভার লেটার লেখার সময় লেখি যে, আমার এই কাজে এতো বছরের অভিজ্ঞতা আছেআমি কাজটি করতে পারবপ্রিজ আমাকে কাজটি দিনঅথবা কেউ কেউ দেখছি বলে থাকেন, স্যার আমি অভাবে আছি আমাকে কাজটি দিন প্লিজএগুলো সহজ কথায় বকওয়াছ কভার লেটার সব থেকে বেশী গুরুত্বপূর্ণ এটি যত স্মাট হবে আপনার কাজ পাবার সম্ভাবনা তত বাড়বেআমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে হলে বলব, অডেস্কে যারাই আমাকে এভাবে কাজের জন্য অনুরোধ করেছে তাদের আমি সরাসরি রিমোভ করে দেইআমি নিজেও অনেক সময় অডেস্কে কাজ প্রবাইড করি তাই আমি যদি আমার অভিজ্ঞতার কথা বলি তবে বলব, আমি কাজটি তাদেরকেই দেই যারা সরাসরি কাজটির মূল পয়েন্টে আসে যেমন এই কাজটি সে কিভাবে করবে? কিভাবে পেমেন্ট নিবে?কত সময় লাগবে? অর্থাৎ, এমনভাবে কভার লেটার তৈরি করতে হবে যেন একনজরে দেখেই বুঝা যায় এই বিষয়ে সে কতটা দক্ষনিজের দক্ষতার ফিরিস্তি দিয়ে কভার লেটার তৈরি করা উচিত নয় এটাতো আপনার প্রফাইলে ঢুকলেই পাওয়া যাবে
২)  প্রফাইলটি ফুল কম্পলিট হতে হবেএটা যদিও আপনার কাজের যোগ্যতা প্রমান করে না তবে এটা ছেড়ে দেয়ার মতো কোন বিষয় নয়একটি রিচ প্রফাইল এর কোন ফ্রিলেন্সার কখনই না জেনে কাজে বিড করে সময় নষ্ট করবে নাএতে আপনার সম্পর্কে একটি স্বচ্চতা তৈরি হয়
৩)  সময় নিয়ে কখনো কানামাছি লেখতে যাবেন নাবিদেশী বায়াররা টাইমকে টাইম হিসেবেই দেখেআপনি যত ভালো ফ্রিলেন্সার হন না কেন আপনি সময় মতো কাজ দেখাতে না পারলে পরবর্তী কাজ আপনি পাবেন বলে মনে হয় নাবাংলাদেশী ফ্রিলেন্সাররা এমনীতেই সময় মতো কাজ জমা দিতে পারে না বলে একটা ধারনার সৃষ্টি হয়েছে আমাদের এই বৃত্ত থেকে বের হয়ে আসতে হবে
৪) অযথা যেখানে সেখানে বিড না করে একটি বিডই করেন বুঝে শুনে যত্ন করেএতে কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে
৫)  কাজ করার সময় বায়ারকে কাজের আপডেট জানাবেনএতে বায়ার বুঝতে পারবে যে, আপনি তার কাজ নিয়েই আছেন
৬)  কাজের ডেমো তৈরি করে তারপর কাজ এর জন্য বিড করুনএই পয়েন্টটি অবশ্যই পালনীয়তা না হলে, সময় নষ্ট না করে অন্য কাজ করুনশুধু বায়ারের কাজে বিড করে তাকে বিরক্ত করবেন না
৭)  এই পয়েন্টটি যদিও একটি অনুচিত কাজ তবে এটা করলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বেপরিচিত কোন বায়ারকে বলুন একটি কাজ দেয়ার জন্যএটা অফলাইনে বলবেনকাজ না থাকলে তাকে ৩০০ টাকা দিয়ে বলুন যে, এই ৩০০ টাকার পরিমাণ একটি ফিক্সড প্রাইজ কাজ সাবমিট করুনসেই কাজটিতে আমাকে এক্সেপ্ট করে টাকাটা আমাকে অডেস্কের প্রফাইলে দিন এবং ভালো একটি ফিডব্যাক দিনকাজটি যদিও অনুচিত তবে এতে আপনার পরবর্তী কাজ পাবার সম্ভাবনা বাড়বে
৮)  পেমেন্ট ভেরিফিকেশন অবশনটি কমপ্লিট করুনঝুলন্ত কোন প্রফাইল সবাই এগিয়ে চলে তাই কাজ করা বাধ্যতামূলক
৯)  কখনো অতিরিক্ত কম রেটে কাজ করতে যাবেন নাউপযুক্ত রেট ই আদায় করে নিন
১০) বিড করার পর আলাদা একটি ম্যাসেজ পাঠানোর চেষ্টা করুনএতে আপনার প্রতি তার দৃষ্টি পড়বে
আজ এই পর্যন্তইআপনারা চাইলে হয়ত পরবর্তী আরটিকোলটি লেখা হবেভালো থাকুন এবং আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন

0 comments:

Post a Comment

World

World

Flying Bird

Flying Bird